কৃষক মান্নান ফকিরের পানি আর খাওয়া হলো না,জামালপুরের সরিষাবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মান্নান ফকির (৫৫) নামে এক কৃষকের-মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত ইদু ফকিরের ছেলে।

কৃষক মান্নান ফকিরের পানি আর খাওয়া হলো না
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, শনিবার দুপুরে বাড়ির পাশেই ধানক্ষেতে কাজ করতে যান কৃষক মান্নান ফকির। এ সময় ক্ষেতের পাশের একটি মেশিনে পানি পান করতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরে ক্ষেতের মধ্যেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই আবুল কালাম বলেন, তারা একসঙ্গেই কাজ করতে গিয়েছিলেন। কাজের ফাঁকে মান্নান পানি খেতে গিয়ে পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে হাত দিলে বিদ্যুতায়িত হন। পরে তারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে যান।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
তবে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি জানেন না বলে জানান।

আরও পড়ুন:

1 thought on “কৃষক মান্নান ফকিরের পানি আর খাওয়া হলো না”