জামালপুর জেলার গণমাধ্যম

আমাদের আজকের আলোচনার বিষয় জামালপুর জেলার গণমাধ্যম।

 

জামালপুর জেলার গণমাধ্যম
গারো পাহাড় লাউচাপড়া পাহাড়িকা বিনোদন কেন্দ্র – জামালপুর জেলা

 

জামালপুর জেলার গণমাধ্যম:-

জামালপুর জেলা বাংলাদেশের মধ্যাংশের অঞ্চল। ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত। বিশেষ করে কৃষি পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। জেলাটি রেল পথে জগন্নাথগঞ্জ ঘাট, এবং বাহাদুরাবাদ ঘাট ও ময়মনসিংহ, টাঙ্গাইল, এবং মেঘালয় (ভারত) এর সঙ্গে রাস্তা দ্বারা সংযুক্ত। কৃষি প্রধান এ অঞ্চলে মূলত প্রধান ফসলের মধ্যে ধান, পাট, আখ, সরিষা বীজ, চিনাবাদাম, এবং গম হয়।ভারত থেকে আমদানিকৃত পন্য ও রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হল জামালপুর। দেশের সবথেকে বড় সার কারখানা এখানেই রয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

# শিরোনাম সম্পাদক যোগাযোগ
সাপ্তাহিক রাঙ্গা পলাশ জনাব আব্দুল্লাহেল কাফী
সত্যের সন্ধানে প্রতিদিন জনাব মোঃ রাশেদুল হক রাসেল
দৈনিক নতুন হাওয়া জনাব শানু ইসলাম শান্ত
সাপ্তাহিক পূর্বকথা জনাব মোস্তফা বাবুল
সাপ্তাহিক কালাকাল জনাব হাফিজুর রহমান সাদা
একুশের সমাচার জনাব মোঃ শাহীন মাহমুদ সাদা
সাপ্তাহিক জামালপুরের সময় জনাব শোয়েব হোসেন সরদার পাড়া, জামালপুর
সাপ্তাহিক জামালপুরের খবর জনাব মোঃ আনোয়ার হোসেন হরিপুর,জামালপুর
সাপ্তাহিক জনতার মুখপাত্র জনাব মোঃ ফজলে এলাহী মাকাম আরামবাগ, বোসপাড়া, জামালপুর
১০ দৈনিক জামালপুর এক্সপ্রেস জনাব মোনোয়ার পাশা আম্লাপাড়া,জামালপুর
১১ দৈনিক জামালপুর প্রতিদিন জনাব মোহাম্মদ সুরুজ্জামান স্পীকার আঃ করিম সড়ক, আমপাড়া, জামালপুর
১২ দৈনিক জামালপুর দিনকাল জনাব মোহাম্মদ সাইঈ পারভেজ তুহিন বন্দের পাড়া, জমালপুর
১৩ দৈনিক ঊর্মি বাংলা প্রতিদিন জনাব আব্দুল লতিফ লায়ন পশ্চিমপাড়া, বকশিগঞ্জ, জামালপুর

 

জামালপুর জেলার গণমাধ্যম
গান্ধী আশ্রম – জামালপুর জেলা

 

আরও পড়ুনঃ

Leave a Comment