জামালপুর জেলার হাট-বাজার

আমাদের আজকের আলোচনার বিষয় জামালপুর জেলার হাট-বাজার।

 

জামালপুর জেলার হাট-বাজার
গারো পাহাড় লাউচাপড়া পাহাড়িকা বিনোদন কেন্দ্র – জামালপুর জেলা

 

জামালপুর জেলার হাট-বাজার:-

# শিরোনাম আয়তন চান্দিনা ভিটির সংখ্যা ইজারা মূল্য ঠিকানা
ইটাইল বাজার ১৩০০ জামালপুর
কামালখান হাট ৯১,৬৫০/- তিতপল্লা ইউপি
ঘোড়াধাপ বাজার ১,৫০০/- ঘোড়াধাপ ইউপি
ছোনটিয়া বাজার ৮,১০,৭০০/- দিগপাইত ইউপি
নরুন্দি বাজার ২,৯২,০০০/- নরুন্দি ইউপি
নান্দিনা বাজার ৮,৬১,৮০০/- রানাগাছা ইউপি
বাঁশ্চড়া বাজার ১৮৮৭০০/- বাঁশ্চড়া ইউনিয়ন
মহেশপুর বাজার ৭৫,১৬৭/- রানাগাছা ইউনিয়ন
লাহিড়ীকান্দা বাজার ৫১,৬০০/- বাঁশচড়া ইউনিয়ন
১০ শ্রীপুর কুমারিয়া বাজার ৮৩,৯০০/- শ্রীপুর ইউনিয়ন
১১ হাজীপুর বাজার ৩১৪০/- মেস্টা ইউনিয়ন
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জামালপুর জেলা বাংলাদেশের মধ্যাংশের অঞ্চল। ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত। বিশেষ করে কৃষি পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। জেলাটি রেল পথে জগন্নাথগঞ্জ ঘাট, এবং বাহাদুরাবাদ ঘাট ও ময়মনসিংহ, টাঙ্গাইল, এবং মেঘালয় (ভারত) এর সঙ্গে রাস্তা দ্বারা সংযুক্ত। কৃষি প্রধান এ অঞ্চলে মূলত প্রধান ফসলের মধ্যে ধান, পাট, আখ, সরিষা বীজ, চিনাবাদাম, এবং গম হয়।ভারত থেকে আমদানিকৃত পন্য ও রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হল জামালপুর। দেশের সবথেকে বড় সার কারখানা এখানেই রয়েছে।

এই জেলার উত্তরে ভারতের মেঘালয়, কুড়িগ্রাম জেলা এবং শেরপুর জেলা, দক্ষিণে টাঙ্গাইল জেলা, পূর্বে শেরপুর জেলা ও ময়মনসিংহ জেলা, পশ্চিমে সিরাজগঞ্জ জেলা, বগুড়া জেলা ও গাইবান্ধা জেলা। জামালপুর জেলা ৭টি উপজেলা, ৭টি থানা, ৮টি পৌরসভা, ৬৮টি ইউনিয়ন, ৮৪৪টি মৌজা, ১৩৪৬টি গ্রাম ও ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত।

 

জামালপুর জেলার হাট-বাজার
মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ – জামালপুর জেলা

 

আরও পড়ুনঃ

Leave a Comment