জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেছেন- পুলিশ সব সময় জনগনের সাথে এবং পাশে আছে। পুলিশ কখনো আর কারো প্রতিপক্ষ হবে না। পুলিশের প্রতি আস্থা রাখুন। অপরাদ নির্মূলে সামাজিক ঐক্য গড়ে তুলুন পুলিশ সব সময় সহযোগীতা দিবে।
পুলিশ কখনো আর প্রতিপক্ষ হবে না: জামালপুর জেলা পুলিশ সুপার
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে জামালপুরের সরিষাবাড়ীতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি ও ছিনতাই নিয়ন্ত্রণে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল কবীর তালুকদার শাহীন।

এসময় এস.আই সুমন আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে থানার সকল পুলিশ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমাবেশে নিরাপত্তা ও সামাজিক সমস্যা নিয়ে আলোচনা এবং সমস্যা সমাধানে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিতরা।
আরও দেখুন: