জামালপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষ খবর দিয়ে শুরু করছি জামালপুর জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
সারা সপ্তাহের খবর
জামালপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষ

জামালপুরের মেলান্দহ উপজেলায় পিকআপ ভ্যান ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। ০৯ এপ্রিল রোববার সকাল নয়টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন পিকআপ ভ্যানের চালক মো. কাজল (৩৫), আরোহী শাহ আলম (৩৫) ও চঞ্চল বর্মণ (২৭)। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের লাশ মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রেখেছেন। তাঁরা তিনজন গ্রামীণফোনের টাওয়ারের কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।
দুই বছরের শিশুকে বিষপানে হত্যা
জামালপুর সদর উপজেলায় হিয়া মনি নামের দুই বছরের এক শিশুকে বিষপানে হত্যার অভিযোগে তার মা ফারজানা খাতুনকে (২২) আটক করেছে পুলিশ। ০৮ এপ্রিল শনিবার বেলা দুইটার দিকে জামালপুর জেনারেল হাসপাতাল চত্বর থেকে পুলিশ তাঁকে আটক করে।
০৮ এপ্রিল সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চরযথার্থপুর গ্রামে ফারজানা খাতুনের বাবার বাড়িতে বিষপানের ঘটনাটি ঘটে। হিয়া মনি শেরপুর সদর উপজেলার বেতমারি ঘুঘরাকান্দি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আবদুল হালিম ও ফারজানা খাতুনের মেয়ে। আবদুল হালিম স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক।

র্যাগিং বন্ধের দাবি নির্যাতনের শিকার
জামালপুরের মেলান্দহের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) র্যাগিং বন্ধের দাবি জানিয়েছেন ছাত্রলীগ নেত্রীর নির্যাতনের শিকার ওই ছাত্রী। ০৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তিনি। চিকিৎসা শেষে বাড়িতে ফিরলেও এখনো তিনি অসুস্থ বোধ করছেন বলে জানিয়েছেন।
টানা সাতদিন বিরামহীন পিকআপ চালিয়েছেন কাজল
জামালপুরের মেলান্দহে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন হলেন পিকআপচালক কাজল (৩৪)। তিনি টানা সাতদিন ধরে বিরামহীন গাড়ি চালাচ্ছিলেন বলে স্ত্রী শান্তা বেগম জানিয়েছেন। কাজলের স্ত্রী জানান, অভাব থাকলেও তাদের সংসারে সুখের কমতি ছিল না। একটু ভালোভাবে থাকতেই রাতদিন পরিশ্রম করছিলেন স্বামী। তাই টানা সাতদিন ধরে বিরামহীন গাড়ি চালাচ্ছিলেন তিনি। ঠিকমতো ঘুমাতেও পারছিলেন না। মাঝেমধ্যে বাড়িতে আসতেন। শুধু ফোনে কথা হতো। শনিবার (৮ এপ্রিল) রাতে শেষ কথা হয় স্বামীর সঙ্গে। তখন তিনি দেওয়ানগঞ্জে ছিলেন বলে জানিয়েছিলেন। পরে সকালে খবর পান পিকআপ দুর্ঘটনার কবলে পড়েছে। থানায় গিয়ে স্বামীর নিথর দেহ দেখেন।
জামালপুরে ফসলি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি
জামালপুরের মাদারগঞ্জে ফসলি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এতে আতামারি, কুকুরমারি, ফুলজুর, ধারাবর্ষা, কামারপাড়া ও বারইপাড়া এলাকার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
জামালপুরে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

জামালপুরে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ওয়াহিদ খান আরিফ (৪০) ও মাসুদ রানা (২৮) নামে দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। ০৫ এপ্রিল বুধবার দুপুরে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার থেকে তাদের আটক করা হয়। ০৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার নাছির উদ্দিন।
মোটরসাইকেল কিনে না দেওয়ায় গায়ে পেট্রোল ঢেলে কিশোরের আত্মহত্যা
জামালপুরের সরিষাবাড়িতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নেয় নাছির মিয়া (১৬) নামের এক কলেজ শিক্ষার্থী। রোববার (২ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন উইনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। উপজেলার আওনা ইউনিয়নের চেয়ারম্যান বেল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জামালপুরে কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত
জামালপুর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে ২০২২-২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেইজ প্রজেক্ট এনএটিপি-২ এর আওতায় সিআইজি কংগ্রেস উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন।
জামালপুরে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে জাকাত মেলা অনুষ্ঠিত
দরিদ্র রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জামালপুর হাসপাতাল রোগী কল্যাণ সমিতির উদ্যোগে জাকাত মেলা অনুষ্ঠিত হয়।
১ thought on “জামালপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষ | সারা সপ্তাহের খবর”