বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ – জামালপুরের মেলান্দহে নিজ ঘরের বিছানা থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নের সুলতানখালী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জামালপুরে হাত-পা বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার
নিহত শাহিনা বেগম মেলান্দহ উপজেলার মলিকাডাঙ্গা এলাকার গেন্ধা শেখের মেয়ে ও ওই এলাকার সেনা সদস্য আব্দুস সালামের স্ত্রী। তার স্বামী চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে শাহিনার বাসার প্রধান গেট অনেকক্ষণ বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে এলাকাবাসী।

কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে এলাকার লোকজন গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি জানালে দুপুরে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে।
আরও দেখুন: