বিএনপি নেতা চাঁদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা জামালপুরে

বিএনপি নেতা চাঁদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা জামালপুরে,প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ সাত জনের বিরুদ্ধে জামালপুরে মামলা হয়েছে।

 

বিএনপি নেতা চাঁদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা জামালপুরে

 

বিএনপি নেতা চাঁদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা জামালপুরে

মঙ্গলবার  বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে এ মামলা করেন।

মামলার বাদী বিজন কুমার বলেন, বিএনপির জনসভায় প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি সন্ত্রাসী কাজের সমতুল্য। চাঁদ একবার নয় দুবার প্রধানমন্ত্রীকে কবরে পাঠাতে চেয়েছেন। এরই মধ্যে তার বিতর্কিত বক্তব্যটি ভাইরাল হয়ে মানুষের হাতে হাতে। আবু সাঈদ চাঁদের বক্তব্য আমার ভালো লাগেনি। এটা অপরাধ। তাই মামলা করেছি।

বাদী পক্ষের আইনজীবী ও জেলা আওয়ামী সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, বিএনপি কখনোই চায় না দেশ এগিয়ে যাক, উন্নত হোক। এজন্য তারা বার বার দেশের ক্ষতি সাধনের চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণে মারার অপচেষ্টা চালিয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বঙ্গবন্ধুর কন্যা একজন আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর। তাকে নিয়ে এমন হিংস্র মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে এমন ধৃষ্টতাপূর্ণ আচরণের জন্য চাঁদকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদী হয়ে এ মামলা করেন। বিচারক সাবিনা ইয়াসমিন অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে দুদিবসের মধ্যে পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

এ সময় জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, অর্ধ শতাধিক আইনজীবী, জেলা আওয়ামী লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বিএনপি নেতা চাঁদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা জামালপুরে

 

শুক্রবার (১৯ মে) পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন চাঁদ।

1 thought on “বিএনপি নেতা চাঁদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা জামালপুরে”

Leave a Comment