যুবলীগ নেতার মৃত্যু কালবৈশাখী-ঝড়ে গাছের নিচে চাপা পড়ে,জামালপুরের-মেলান্দহে কালবৈশাখী-ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মো. সুজন মিয়া (৩০) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০-১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
যুবলীগ নেতার মৃত্যু কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে
মঙ্গলবার রাত নয়টায় উপজেলার দুরমুট ইউনিয়নের আমবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুজন মিয়া ওই এলাকার সোজা খানের ছেলে এবং ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, মঙ্গলবার রাতে কালবৈশাখী-ঝড় এলে সুজন মিয়াসহ স্থানীয় কয়েকজন আমবাড়ীয়ার একটি মুদির দোকানে আশ্রয় নেন। এ সময় ওই ঘরের ওপর একটি বটগাছ ভেঙে পড়ে। পরে ওই যুবলীগ নেতাসহ ১০-১২ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে যুবলীগ নেতা সুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তিনি মারা যান।
পরিবারের বরাত দিয়ে দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী বলেন, এই ঝড়ে যুবলীগ নেতা সুজনের মৃত্যুসহ ১০-১২ জন ব্যক্তি গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শুনেছি গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি সেখানে যাচ্ছেন।
আরও পড়ুন:
1 thought on “যুবলীগ নেতার মৃত্যু কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে”