বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু খেলতে গিয়ে
বাড়ির পাশের পুকুরে-ডুবে দুই শিশুর মৃত্যু খেলতে গিয়ে,জামালপুরের ইসলামপুরে বাড়ির পাশের পুকুরে- ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সিরাজাবাদ খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু খেলতে গিয়ে
তারা হলো- উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকার ইব্রাহিম খলিলের ছেলে সীমান্ত ইসলাম (৭) ও একই এলাকার শুক্কুর আলীর ছেলে মিনাল মিয়া (৮)। তারা দুজন সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানায়, দুপুরে তারা বাড়ির পাশের খানপাড়া এলাকার পুকুরপাড়ে খেলা করছিল। খেলার সময় তারা পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের-মেডিকেল কর্মকর্তা বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
1 thought on “বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু খেলতে গিয়ে”