সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি-যুবকের সৌদি আরবে,সৌদি আরবের রিয়াদ-শহরে সড়ক দুর্ঘটনায় মো. কামরুল (৩৭) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের সৌদি আরবে
কামরুল জামালপুরের মাদারগঞ্জ-উপজেলার সীমান্তঘেঁষা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছোনপঁচা গ্রামের তনছেন মণ্ডলের ছেলে। কামরুলের দুই ছেলে সন্তান রয়েছে।কামরুলের মৃত্যুর বিষয়টি তার ভাই মিজানুর রহমান নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার জানায়, তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমান কামরুল। সেখানে তিনি প্রাইভেটকার চালাতেন। প্রতিদিনের মতো সোমবার প্রাইভেটকার নিয়ে বের হলে বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে রিয়াদ শহরে গাড়ি থামিয়ে নামার সময় পেছন থেকে অন্য একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কামরুল।

বর্তমানে তার মরদেহ রিয়াদ শহরের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কামরুলের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:
1 thought on “সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের সৌদি আরবে”