জামালপুর ২০০ পিস ইয়াবা জব্দ, আটক ২

জামালপুরে একটি আবাসিক হোটেলে ইয়াবা বহনের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

 

জামালপুর ২০০ পিস ইয়াবা জব্দ, আটক ২

 

শনিবার (২৬ অক্টোবর) রাতে জামালপুর শহরের বড় মসজিদ রোডে অবস্থিত শেখ রিপন আবাসিক হোটেলের ১০২ নম্বর কক্ষ থেকে তাদের আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন- জামালপুর সদর উপজেলার নান্দিনা নয়াপাড়া এলাকার সাদ হোসাইন কনক (১৯) ও একই এলাকার জাকির হোসাইন (২১)।

 

 

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিব আহমেদ জানান, শনিবার রাতে জেলা শহরের বড় মসজিদ রোডে অবস্থিত শেখ রিপন আবাসিক হোটেলের ১০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ২০০ ইয়াবাসহ দুই মাদক ব্যাপারিকে আটক করা হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে জামালপুর থানায় একটি মামলার পর তাদের আদালতে হাজির করা হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

 

আরও দেখুন:

Leave a Comment