জামালপুর ও আড়াইহাজারে নিহত দুই – জামালপুরের ইসলামপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে শিহাব আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া ইসমাইল নামে আরও একজন ডাকাত আহত হয়েছেন। পাশাপাশি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কাহেন্দী গ্রামে ডাকাতির চেষ্টার সময় এলাকাবাসীর প্রতিরোধে বিল্লাল (৪৫) নামে এক ডাকাত নিহত এবং তার সহযোগী এক নারী গুরুতর আহত হয়েছেন। দুটি ঘটনাই গত বৃহস্পতিবার রাতে ঘটে।
জামালপুর ও আড়াইহাজারে নিহত দুই
নিহত শিহাব আলীর স্বজনদের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। আহত ইসমাইল ডাকাত জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া একটি ওয়ান শুটার ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত আনুমানিক ১১টার দিকে কাহেন্দী গ্রামের বাসিন্দা জাকিরের বাড়িতে ডাকাতি করতে আসে বিল্লাল এবং তার সহযোগী লাভলীসহ (২৫) ১০-১২ জনের একটি ডাকাত দল। তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী জাকিরের বাড়ি ঘেরাও করে।

পালানোর চেষ্টা করার সময় ডাকাত বিল্লালকে কাহেন্দী ব্রিজের দক্ষিণ পাশে ওয়াসার লাইনের কাছাকাছি ধরে ফেলে এলাকাবাসী। সেখানে বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করে। অন্যদিকে সহযোগী লাভলী জীবন বাঁচাতে জাকিরের বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেয়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আরও দেখুন: