জামালপুরে পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু

জামালপুর সদর উপজেলার ছনকান্দা এলাকায় রোববার বিকেলে পুরাতন ব্রহ্মপুত্র নদে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে।

 

জামালপুরে পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু

 

কিশোররা হলো জামালপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের রাজা মিয়ার ছেলে মো. রওশন (১৭), এজাজ মিয়ার ছেলে রাহী মিয়া (১৬) ও আহমদুর রহমানের ছেলে মো অসীম আহমদ (১৫)। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র মো. রওশন। রাহী মিয়া দশম শ্রেণির ছাত্র। অন্যদিকে জামালপুর জেলা স্কুলের নবম শ্রেণির ছাত্র মো. অসীম আহমদ।

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ জানান, কিশোররা নদীর তীরে ফুটবল খেলছিল। হঠাৎ বল নদীতে পড়ে যায়। রওশন নদীর পানিতে নেমে বল আনতে গেলেও ডুবে যায় সে। তাকে উদ্ধার করতে রাহী মিয়া ও অসীমও নেমে গভীর পানিতে তলিয়ে যায়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর তিনটি মরদেহ উদ্ধার করে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

আরও দেখুন:

Leave a Comment