নেতা ছানোয়ারের বাড়ি থেকে আটজন আটক – জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের বাড়িতে বৈঠকের সময় আটজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে শহরের পাথালিয়া এলাকার ওই বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
জামালপুরে আওয়ামী লীগ নেতা ছানোয়ারের বাড়ি থেকে আটজন আটক
পুলিশ জানায়, ওই সাবেক মেয়রের বাড়িতে আটক ব্যক্তিরা গোপনে বৈঠক করছিলেন। তাঁরা নাশকতার পরিকল্পনা করছিলেন। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের পাথালিয়া এলাকার বাড়িতে তাঁর অনুসারীরা রাতে গোপন বৈঠক করছিলেন। নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। পাথালিয়া এলাকার তাঁর বাড়িতে পরিবারে সদস্যরাও থাকেন না। বর্তমানে তাঁর বাড়িটি দেখাশোনা করতেন পাথলিয়া এলাকা আজিজুল হকের ছেলে রাশেদুল ইসলাম (৩৯)।

পুলিশ গতকাল রাতে রাশেদুলসহ ৮ জনকে আটক করে। তাঁদের কারও কোনো দলীয় পদ নেই। তবে তাঁরা সবাই ছানোয়ার হোসেনের অনুসারী হিসেবে পরিচিত এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মসূচিতে অংশ নিতেন।
আরও দেখুন: